সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিংসটাউনে ম্যাচটি শুরু সকাল সাড়ে ৬টায়। বিশ্বকাপ থেকে ছিটকে গেছে শান্ত দল। তবে সুযোগ থাকছে শেষটা রাঙানোর। কারণ গাণিতিক সমীকরণে এখনো সেমির স্বপ্ন টিকে আছে লাল সবুজদের।
বিশ্বকাপের সুপার এইট পর্ব বেশ জলঘোলা করেই নিশ্চিত করেছিল বাংলাদেশের। তবে দুই ম্যাচ হেরে সেমি-ফাইনালের স্বপ্ন প্রায় শেষ। কাগজে কলমেই কেবল সেমির দৌড়ে টিকে রয়েছে টাইগাররা।
নিজেদের শেষ ম্যাচে আগামীকাল সকাল সাড়ে ৬টায় ফর্মের তুঙ্গে থাকা আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজরা। রশিদ খানরা তাদের সবশেষ ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়ার মত শক্তিশালি দলকে।
আগামীকালের ম্যাচে আফগানরা বাংলাদেশকে হারাতে পারলে এবং আজ রাতে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে আফগানরা প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়বে।
আবার আফগানদের জয়ে এখনো আশা বেঁচে আছে বাংলাদেশের। সেজন্য উজ্জীবিত এ আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। সেই সঙ্গে প্রার্থনায় বসতে হবে যেন আজ ভারতের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া।
গাণিতিক সম্ভাবনা টিকে থাকার কারণে এখনই বাংলাদেশের বিদায় লিখে দেয়া আর যাচ্ছে না। তবে সে সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবুও শেষটা রাঙানোর স্বপ্ন দেখেছেন টাইগাররা। সেজন্য পাওয়ারফুল ক্রিকেটে খেলার বিকল্প নেই শান্তদের সামনে।