24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

চলে গেলেন জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি

না ফেরার দেশে পাড়ি জমালেন ওড়িয়া সিনেমার জনপ্রিয় অভিনেতা উত্তম মহান্তি। ২৭ ফেব্রুয়ারি রাতে দিল্লির গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে ৬৬ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। চলতি মাসে লিভারের গুরুতর অসুখ ধরা পড়লে তাকে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে থাকলেও, অবস্থার অবনতি হলে তাকে দিল্লিতে নিয়ে আসা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তিনি জীবনযুদ্ধ হারিয়ে পরপারে চলে যান।

উত্তম মহান্তির মৃত্যু বাংলা এবং ওড়িয়া সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটি বড় ক্ষতি। ১৯৫৮ সালের ২৩ ডিসেম্বর ওড়িশার বারিপদায় জন্মগ্রহণ করা উত্তম মহান্তি ১৯৭৭ সালে অভিমান সিনেমার মাধ্যমে ওড়িয়া বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। তার প্রথম সিনেমা দিয়েই তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। উত্তমের অসাধারণ অভিনয় এবং পর্দায় তার উপস্থিতি তাকে দীর্ঘ ক্যারিয়ারে অনেক সফলতা এনে দেয়।

তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় ১৩০টি, যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে নিঝুম রাতি রা সাথি, চিনহা অচিন, রামায়ণ, তপস্যা, রাম বলরাম, পালটক, অভিলাষা, কন্যাদান, রজনীগন্ধা প্রভৃতি। এছাড়া, ওড়িয়া সিনেমার পাশাপাশি ৩০টি ভারতীয় বাংলা সিনেমায়ও অভিনয় করেছেন। তিনি নয়া জাহির নামে একটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেন।

উত্তম মহান্তি তার অভিনয় জীবনে বহু দর্শকপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন

এবং তার কাজ আজও মানুষের মনে গভীর ছাপ রেখে গেছে। তার মৃত্যুতে সিনেমা প্রেমীরা শোকাহত। সিনেমা জগতে এক নক্ষত্র পতন হয়েছে এবং তাঁর অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে। তবে তার সৃষ্টি এবং কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পড়ুনঃ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং প্রতিযোগিতা সমাপ্ত

দেখুনঃ ‘এই পথ যদি না শেষ হয়’ গানটিতে বাইকেই চড়েননি উত্তম-সুচিত্রা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন