রাজধানীর কলাবাগানে অবস্থিত পোড়াবাড়ি গলির একটি নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুনের নেতৃত্বে এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে ভবন ম্যানেজারের কাছে রাজউকের অনুমোদনপত্র এবং নকশার কাগজ চাওয়া হলেও তা দেখাতে ব্যর্থ হন তিনি। ফলে নিয়মের বাইরে নির্মিত ভবনের বর্ধিত অংশটি ভেঙে ফেলা হয়। সেই সঙ্গে ভবন ম্যানেজারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহছানুল মামুন বলেন, “নির্মাণাধীন ভবনের সামনে রাজউকের অনুমোদনপত্রের একটি ব্যানার বা সাইনবোর্ড রাখতে হয়, তবে এখানে আমরা তা দেখতে পাইনি। ভবন ম্যানেজারের কাছে চাওয়া হলেও তিনি তা দেখাতে পারেননি। এছাড়া, ভবনটির নকশা দেখতে চাওয়া হলেও সেটাও পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “নির্মাণ নিয়ম অনুযায়ী ভবনটি বর্ধিতভাবে তৈরি করা হয়েছিল, তাই বর্ধিত অংশটি ভেঙে ফেলা হয়েছে।”
রাজউক কর্মকর্তা আরও জানায়, রাজধানী ঢাকা শহরের নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরির জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে সড়কের জায়গা দখল করে নির্মাণ করা ভবনগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। এর আগে, ২১ এপ্রিল উত্তরার ১০ নম্বর সেক্টরের রানাভোলা এলাকায় অভিযান চালিয়ে ৫টি নির্মাণাধীন ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয় এবং ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজউকের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, “নির্মাণাধীন সব ভবনে অভিযান পরিচালনা করা হবে এবং নকশাবহির্ভূত অংশ অপসারণ করা হবে। যদি ভবন মালিক বা প্রতিনিধি পাওয়া যায়, তবে আইনের আওতায় জরিমানা কিংবা কারাদণ্ড দেওয়া হবে।”
এছাড়া, রাজউক কর্মকর্তারা জানান, সড়কের জায়গা দখল করে নির্মিত ভবনগুলোর ব্যাপারে নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। পুরনো নীতি অনুযায়ী যেসব ভবন নির্মিত হয়েছে, সেগুলোও নতুন নীতিমালার আওতায় আসবে। রাজউক কর্মকর্তারা আরও জানান, ভবনের অতিরিক্ত অংশ ভেঙে ফেলার পাশাপাশি পানি ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
রাজউক কর্তৃপক্ষ ঢাকা শহরের নিয়মিত উন্নয়ন ও সুষ্ঠু নগর পরিকল্পনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবনের নকশা অনুযায়ী নির্মাণ কাজ না করার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত
দেখুন: যেই সরকারে জামায়াত থাকবে সেই সরকারের অংশ হব না : মান্না |
ইম/