28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

উত্তরা আব্দুল্লাহপুর বাস কাউন্টারে বিআরটিএর অভিযান

ঈদে গ্রামের বাড়িতে ছুটে চলা সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-৬ আব্দুল্লাহপুরের বাস কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আব্দুল্লাহপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

আজ ২৯ এপ্রিল শনিবার বেলা ১১টা থেকে উত্তরা, আব্দুল্লাপুর, টংগী ও আশেপাশের বাস কাঊন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিবহন বাস কাউন্টার গুলোতে কম্পিউটার, ভাড়ার তালিকা ও সার্ভার যাচাই করা হয়।

এ সময় সাকুরা পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না টাংগানোর অপরাধে ১৫০০০/ (পনের হাজার) সার্বিক পরিবহনকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১০০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও লাগামহীন পরিবহন বাস কাউন্টার গুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার অভিযান বিষয়ে নাগরিক টিভিকে জানান, যাত্রীদের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিআর টিএ মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

পড়ুন : উত্তরায় পথচারী দম্পতির উপর হামলার ঘটনায় জড়িত পুরো চক্র গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন