এক দফা দাবিতে উত্তাল দেশ। বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটছে অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা।
আজ রোববার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে আন্দোলনকারীরা রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ শুরু করে। একই সময় প্রতিবাদ মিছিল করে আওয়ামী লীগও এর অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য।
সকাল থেকে উত্তপ্ত নরসিংদী। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পুরো জেলা। অন্তত ৬ জন নিহত, আহত আরও অনেকে।
সিরাজগঞ্জে বিক্ষুব্ধরা এনায়েতপুর থানায় হামলা করে। এই জেলায় বেশকজন পুলিশ সদস্যের নিহতের খবর পাওয়া গেছে। আহত কয়েকশ মানুষ।
ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ৭ জনের নিহতের খবর পাওয়া গেছে।
ভোলায় এসিল্যান্ডের গাড়ি, খাদ্য ভবন, ডিসি অফিসের ১৪টি গাড়ি ও পৌরসভা পুড়িয়ে দেওয়া হয়েছে। ৫০ জন আহত। নিহত অন্তত ১ জন।
মুন্সিগঞ্জে সংঘর্ষে নিহত অন্তত ২ জন। সাংবাদিকসহ আহত ৩০ জনের বেশি। তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন বেশকজন।
বগুড়ায় টিএনটি অফিস, আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন ও জাসদের কার্যালয়, টাউন ক্লাব, সদর ভূমি অফিস ও এক আওয়ামী লীগ নেতার ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেয়া হয়েছে।
ফরিদপুরে আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বাড়িতে নিক্ষেপ করা হয়েছে ইটপাটকেল।
নারায়ণগঞ্জে কয়েকটি পোশাক কারখানায় হামলা ভাঙচুর, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, জেলা পরিষদ কার্যালয় ও চাষাড়া পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে।
টাঙ্গাইলে বিক্ষুব্ধরা সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের পেট্রোল পাম্পে আগুন দেয়া হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে গাড়ি। গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত।
গাজীপুরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙাইল মহাসড়কে অবস্থান নেন বিক্ষোভকারীরা। বন্ধ হয়ে গেছে যান চলাচল। চালানো হয় ভাঙচুর।
চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্রলীগ–যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ২০ জনের মতো গুলিবিদ্ধ হয়েছেন।
ঝালকাঠিতে বিআরটিসি বাসসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। আহত অন্তত ১৫ জন। মাগুরায় পুলিশ ছাত্রলীগ ও বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে, রাব্বি নামের একজন নিহত হয়েছেন।
জয়পুরহাটে সংঘর্ষে ইটপাটকেল ও পুলিশের গুলিতে এক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছে অন্তত শতাধিক। পঞ্চগড়ে আওয়ামী লীগ অফিস সহ ৯ নেতার বাড়িতে আগুন।
কুমিল্লায় এক পুলিশসহ নিহত হয়েছেন ২ জন। দাউদকান্দি সুন্দলপুর ইউনিয়ন পরিষদে আগুন দেয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় দুটি সিএনজি ও ৬টি মটর সাইকেল। শরীয়তপুরে ১০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
খাগড়াছড়িতে বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত অন্তত ১৫ জন।
রাজশাহীর মোহনপুর থানা, ভূমি অফিস ও উপজেলা আওয়ামী লীগের অফিসে আগুন দেয়া হয়েছে। কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলসহ পুড়িয়ে দেয়া হয়েছে।
ঝিনাইদহে পুলিশ বক্স পোস্ট অফিসে ভাঙচুর করা হযেছে। ১১ জন গুলিবিদ্ধসহ আহত অন্তত ৩০ জন। সুনামগঞ্জে আওয়ামী লীগ ছাএলীগের কর্মীদের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।
দিনাজপুরে বিচারপতি এনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে হামলা, পুলিশের গাড়িতে আগুন দেয়া ঘটনা ঘটেছে।
লক্ষীমপুরে সংঘর্ষে ৪ জনের নিহতের খবর পাওয়া গেছে। আহত শতাধিক। উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে, স্থানীয় এমপির বাড়িতে ও জেলা আওয়ামী লীগের অফিস ও পৌরভবনে আগুন দেওয়া হয়েছে।
সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা আরিচা মহাসড় আটকে দিয়েছে বিক্ষোভকারীরা। খুলনায় শিববাড়ী মোড়সহ বিভিন্ন পয়েন্টে তাদের অবস্থান। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। সাভার ও আশুলিয়া প্রেসক্লাবে ভাঙচুর ও সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে তিনটি পুলিশ বক্স। আশুলিয়া থানা ঘেরাও করা হয়েছে। হয়েছে পুলিশ, আওয়ামী লীগ ও বিক্ষোভকারীদের ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া। বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক যুবক।
রংপুরে আহত অন্তত ২০ জন। অন্তত ২ জন নিহত। পাবনায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ৩ জন গুলিবিদ্ধ, ২টি গাড়িতে আগুন দেয়া হয়েছে।