34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার   

রাজধানীর আদাবরের একটি বাসা থেকে চুরি হওয়া স্বর্ণালংকার, রূপার অলংকার ও নগদ টাকা উদ্ধারসহ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মাহিন (১৬) ও রেহান (১৬)। শুক্রবার (৩ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

আদাবর থানা সূত্রে জানা যায়, মামলার বাদী বাবলী সরকার গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় তার আদাবরের ১৬ নং রোডের বাসায় তালা দিয়ে তার মায়ের চিকিৎসার জন্য বাংলাদেশ আই হসপিটালে আসেন। চিকিৎসা শেষে তিনি সেখান থেকে তার দাদা বাড়ি সাভারে চলে যান। একদিন পর অর্থাৎ ৩০ ডিসেম্বর রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় বাসায় এসে দেখেন তার বাসার দরজার তালা ভাঙ্গা ও দরজা খোলা। তিনি বাসার ভেতরে প্রবেশ করে দেখেন  আলমারির লক ভাঙ্গা ও কাপড়-চোপড় এলোমেলো অবস্থায় রয়েছে। তিনি আরো  দেখতে পান আলমারির ভেতর রাখা বিভিন্ন ধরনের স্বর্ণালংকার ও রূপার অলংকার নেই। এ ঘটনায় গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখে ভিকটিম বাবলী সরকারের অভিযোগের প্রেক্ষিতে আদাবর থানায় একটি চুরি মামলা রুজু হয়।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থল পরিদর্শন, নিবিড় তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার রাতে আদাবর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ওই বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি তিন আনা স্বর্ণালংকার, ১০ ভরি ১৫ আনা রূপার তৈরি অলংকার এবং নগদ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

টিএ/

দেখুন: চুরি হয়েছে ভাঙা ফোন, পুলিশ উদ্ধার করলো ভালো ফোন অতপর… 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন