উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে আগে জারি করা সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
শনিবার (৩১ মে) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জারি করা সর্বশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় কোনো ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই।
এর আগে, গত ২৭ মে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছিল। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তরের মতে, ওই লঘুচাপ বর্তমানে দুর্বল হয়ে গেছে এবং এর কারণে আর ঝোড়ো হাওয়ার আশঙ্কা নেই। ফলে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। তবে, আবহাওয়ার উন্নয়ন পর্যবেক্ষণ করতে সংস্থাটি সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
সতর্ক বার্তাটি দেশের বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থাগুলো, গণমাধ্যম, জেলা প্রশাসন এবং উদ্ধারকারী বাহিনীর কাছে পাঠানো হয়েছে। এতে ৪৪টিরও বেশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থাকে জানানো হয়েছে।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে বর্তমানে বড় কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস নেই, তবে সাময়িক বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়ার আশঙ্কা থাকতে পারে উপকূলীয় কিছু এলাকায়।
পড়ুন: দেশের ১৯ অঞ্চলে ঝড়ের আভাস
দেখুন: দেশজুড়েই বৃষ্টি, ঝড়ো হাওয়া আরও দুই তিন দিন
এস


