বরিশাল-১ আসনের সাবেক এমপি আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈন আব্দুল্লাহ ও অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফকে দেখা গেছে এক সাথে। এ নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে বরিশালে।
মঙ্গলবার দুপুরে একটি কালো প্রাইভেট কারে বরিশালে যান কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক মঈন আব্দুল্লাহ। তার বাইরে দুটি সাদা প্রাইভেটকার ও তিনটি মোটরসাইকেলও ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটার দিকে মঈন আব্দুল্লাহ কাউনিয়া ফার্স্ট লেনে নিজের নানা বাড়িতে যান। যেটি ৫ আগস্ট পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফকে নিয়ে নানা বাড়িতে খাওয়া দাওয়া করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি বলেন, বরিশাল সিটির বিতর্কিত সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর আপন ভাই মঈন আব্দুল্লাহ প্রকাশ্যে উপদেষ্টা পুত্রের শেল্টারে ঘোরাফেরা করা হতাশাজনক।
মঈন আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে বলেন, তিনি তার জন্মস্থানে যেতেই পারেন। রাজনীতি করিনা উল্লেখ করে বলেন, তিনি ব্যবসায়ী, এফবিসিসিআই’র পরিচালক এবং সিআইপি। আর স্থানীয় সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মুয়াজ আরিফ তার ছোট বেলার বন্ধু।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির নেতারা বলেন, ‘নিজের শহরে মঈন আসতেই পারেন। তবে এই পরিস্থিতিতে যদি ছাত্র-জনতা তার ওপর হামলা চালাতো সেই দায় তিনি কাকে দিতেন?’