২০/০৬/২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি ও সমাবর্তন বক্তা হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি তিনি অংশ নেবেন দিনব্যাপী একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে। তার আগমনকে কেন্দ্র করে চট্টগ্রামে চলছে ব্যাপক প্রস্তুতি এবং উদ্দীপনা।

সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫ প্রাঙ্গণে সফরের সূচনা করবেন তিনি। সেখানে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এ সময় বন্দরের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, বে টার্মিনাল ও মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অগ্রগতি নিয়ে মাল্টিমিডিয়া উপস্থাপনা প্রদর্শিত হবে।

এরপর প্রধান উপদেষ্টা সার্কিট হাউসে গিয়ে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এ ছাড়াও তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং অক্সিজেন-হাটহাজারী সড়কের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন করবেন। একই স্থানে তিনি চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য ২৩ একর জমির দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।

দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ড. ইউনূস তার শিক্ষকতা জীবন শুরু করেছিলেন। ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ২২ হাজার ৬০০ জন শিক্ষার্থীকে এদিন সনদপত্র প্রদান করা হবে। একই অনুষ্ঠানে ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পিএইচডি অর্জনকারী ২২ জনকে সম্মাননা দেওয়া হবে।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ ধারণা ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি প্রদান করবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম জানান, “উপাচার্যের নেতৃত্বে আমরা এই ঐতিহাসিক সমাবর্তন সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছি। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সমাবর্তন হতে যাচ্ছে, যেখানে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।”

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “প্রধান উপদেষ্টার নিজ জেলায় বহুল প্রতীক্ষিত এ সফর সফল করতে আমরা রাতদিন কাজ করে যাচ্ছি। বিভিন্ন সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয়ে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।”

সফরের শেষাংশে ড. ইউনূস হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন। ঐতিহাসিক জোবরা গ্রামও সফরসূচির অংশ, যেখানে তিনি প্রথম ক্ষুদ্রঋণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের কার্যক্রম শুরু করেন।

পড়ুন: তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী পাঁচ অভিযোগ

দেখুন: শেখ হাসিনা আসছেন, ভারতীয় মিডিয়ায় সয়লাব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন