30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

কুয়েট: প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি

উপাচার্যের পদত্যাগ সহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

সকাল থেকে কুয়েট ক্যাম্পাসে চোখে লাল কাপড় বেঁধে জড়ো হন শিক্ষার্থীরা। গন্তব্য ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন।

ক্যাম্পাসের বাস না পেয়ে নিজেদের খরচে ভাড়া দুটি বাসেই রওনা দেন তারা। শিক্ষার্থীদের বলেন, ক্যাম্পাসে নিরাপদ নন, প্রধান উপদেষ্টা  কে স্মারকলিপি দিয়ে বাড়ি ফিরবেন তারা। ফিরবেন কেবল দাবি বাস্তবায়ন হলেই।

এর আগে কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে গত মঙ্গলবার। পরের দিন ক্যাম্পাস প্রশাসন সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত ক্যাম্পাসে বন্ধ থাকবে রাজনীতি, সম্পৃক্ততা পেলে বাতিল হবে ছাত্রত্ব। তবে সংঘর্ষের পর থেকেই উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীরা তালা ঝুলায় প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে।

এদিকে, খানজাহান আলী থানায় করা মামলায় চার বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এনএ/

দেখুন: রাষ্ট্রপতিকে সরাতে দেয়নি বিএনপি,বললেন উপদেষ্টা নাহিদ!

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন