১০/১১/২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এইচএসসি পরীক্ষায় ফেল, মেহেরপুরে কলেজ ছাত্রের আত্মহত্যা

বিজ্ঞাপন

মেহেরপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রবিউল ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ওই গ্রামের আব্দুল গণির ছেলে।

রবিউলের বন্ধু নাসিম রেজা জানান, চলতি বছর মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল রবিউল। ফলাফল প্রকাশের পর জানতে পারে, সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রবিউল। এক পর্যায়ে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রবিউল আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

পড়ুন : মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন