35 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

একইসাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় এনসিপি : নাহিদ ইসলাম

সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দল এনসিপি একইসাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান।

মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে এনসিপির ইফতার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। বাংলাদেশবিরোধী শক্তিরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে।

বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা দরকার বলে মনে করেন এনসিপি আহ্বায়ক। অন্যদিকে, দলটির সদস্য সচিব আখতার হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে সকলকে এক সিদ্ধান্তে আসার আহ্বান জানিয়েছেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত সম্ভব নয়, দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, দেশের বিপদ এখনো কাটেনি। গণহত্যার বিচারের মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে হবে। জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।

ইফতারে অংশ নিয়ে দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, সব দলের মধ্যে নীতিগত দ্বিমত রয়েছে তবে, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সফলভাবে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করে সকল বিভেদের অবসান হবে।

ইফতার মাহফিলে বিএনপি ও জামায়াতের নেতাকর্মী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পড়ুন : বৈষম্যবিরোধী ও সমন্বয়ক পরিচয়ের এখন কোনো অস্তিত্ব নেই : নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন