২১/০৬/২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
28 C
Dhaka
২১/০৬/২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষার কারণে চাকরিপ্রার্থীরা বিপাকে

একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরিপ্রার্থী। এ ধরণের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়ে তারা বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ মিলছে না।

চাকরির নামে সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ যোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ শুক্রবার (২৩ মে) ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষাসহ একই দিনে ২৩ নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরিপ্রার্থীদের।

এ নিয়ে মহাবিপাকে তারা। কেননা কেউ কেউ বেশ কয়েকটি পরীক্ষার ফরম পূরণ করলেও কোন পরীক্ষা ছেড়ে কোনটিতে অংশ নেবেন তা নিয়ে ছিলেন চরম সিদ্ধান্তহীনতায়।

তারা বলছেন, অনেকেই একাধিক আবেদন করেছেন। অনেকেরই অনেকগুলো পরীক্ষা মিস হয়ে গেছে। আবার দেখা যায়, দুটি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ আছে কিন্তু যানজটের কারণে এক সেন্টার থেকে আরেক সেন্টারে গিয়ে অংশ নেয়াও কঠিন হয়ে যায়। সব মিলিয়ে এটা হয়রানিমূলক ব্যাপার। তাই এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়।

নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝেশুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বার তাদের।

একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন চাকরিপ্র্রার্থীরা।

পড়ুন : একদিনে ২৩ সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষা, চাকরিপ্রার্থীদের আন্দোলনের হুশিয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন