১৯/০৭/২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:১৫ পূর্বাহ্ণ

একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (১৩ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

এদিকে, যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি বলেও দাবি করেন এনসিপির এ নেতা।

আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার দিকে যুক্তরাজ্যের লন্ডনে হোটেল ডরচেস্টারে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে প্রায় দেড় ঘণ্টা মতো একান্ত বৈঠক চলে। আর এই বৈঠকের মধ্য দিয়ে অনিশ্চয়তা কেটে গেছে বলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও বৈঠকের পর বিএনপিপন্থী সমর্থকরা জানাচ্ছেন।

যদিও বৈঠকে ভোটের সময় নিয়ে আলাপের বিষয়ে সরকার ও বিএনপির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে আগামী রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ওই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়, তা উল্লেখ করেন তারেক রহমান।

জবাবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে।

এই বিবৃতির ঘণ্টাখানেক পরই প্রেস ব্রিফিংয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে, তা ১৮ কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ আবারও গণঅভ্যুত্থানে যেতে বাধ্য হবে।

পড়ুন : ২০২৬ সালের রমজানের আগেও জাতীয় নির্বাচন হতে পারে

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন