অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সারাদেশের মানুষ ছাত্র-জনতা যদি একসাথে কাজ করে তাহলে দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী অবস্থা থেকে খুব দ্রুতই বের হয়ে আসা সম্ভব। আজ শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ বিতরণ করার সময় এসব কথা বলেন তিনি।
এ সময় আসিফ মাহমুদ বলেন, বন্যার শুরু থেকেই বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কীভাবে সামলে নেওয়া যায় সেই প্রস্তুতি নেওয়া হয়েছে। কেবিনেট মিটিংয়েও এ বিষয়ে আলোচনা করা হয়েছে।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, শুধুমাত্র মানুষ নয় গবাধিপশুর যে খাদ্য সঙ্কট তৈরি হয়েছে তা উত্তরণের জন্যও প্রস্তুতি নেয়া হয়েছে। সারাদেশের মানুষ ছাত্র-জনতা যদি একসাথে কাজ করে তাহলে দুর্যোগ এবং সুর্যোগ পরবর্তী অবস্থা থেকে খুব দ্রুতই বের হয়ে আসা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, উদ্ধারকাজ ত্রাণ বিতরণ তো চলছেই। ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে কথা হচ্ছে যাতে তারাও এই সময়ে বন্যা দুর্গতদের পাশে এসে দাঁড়ায়।