27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক 

দুই নারীকে ভালোবাসতেন এক যুবক। পরে একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করে হইচই ফেলে দিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তেলেঙ্গানা রাজ্যের কোমরম ভীম আসিফবাদ জেলার বাসিন্দা সূর্যদেব ভালোবাসতেন লাল দেবী ও জালকারি দেবী নামে দুই নারীকে। বিষয়টি এলাকার বয়োজ্যেষ্ঠরা ভালোভাবে না নিলেও লাল দেবী ও জালকারি দেবী সূর্যদেবকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।  স্থানীয়রা প্রথমে না মানলেও পরে বিষয়টি মেনে নেন। তারপর জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন সূর্যদেব।
 
বিয়ের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে সাত পাকে বাঁধা পড়ছেন সূর্যদেব। পেছনে বাজছে বিয়ের বাদ্য। দুই প্রেমিকার ছবিসহ নিমন্ত্রণ পত্রও ছাপিয়েছিলেন তিনি।

হিন্দুধর্মে বহুবিবাহ নিষিদ্ধ হলেও ভারতে এটিই প্রথম ঘটনা নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় একই মণ্ডপে দুই নারীকে বিয়ে করেন এক যুবক। তিন পরিবারের সম্মতিতে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে ঝাড়খণ্ডে দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করেন এক যুবক। 

দেখুন: ঈদ বাজারে নিরাপত্তা ঝুঁকি, শঙ্কায় ক্রেতারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন