একুশে ফেব্রুয়ারিতে পাঠকদের ভালোবাসাতেই যেন পূর্ণতা পায় বই মেলা। এদিনের সব জনস্রোত এসে ঠাঁই পায় বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে। সকালে ভিড় কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে বদলে যায় চিত্র। একুশের চেতনা প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার প্রত্যাশার কথা বলছে মেলায় আগতরা।
একুশ মানে মাথা নোয়াবার নয়। তাইতো একুশের প্রথম প্রহরে কিংবা আরো একটু বেলা হলে শহীদ মিনারে ফুল দিয়ে অমর একুশে গ্রন্থমেলায় আসেন পাঠক ও দর্শনার্থীরা।
বাবা-মায়ের সাথে আসে ছোট্ট শিশুরা। মাথায় পতাকা বেঁধে মনের খুশিতে ঘুরে বেরানোর ছাড়াও কিনছে পছন্দের বই। মনের মধ্যে মাতৃভাষার জন্য প্রেম। যেহেতু একুশ, তাই বেশিরভাগ মানুষের পোশাকে তাই কালো ও সাদার মিশেল।
অভিভাবকরা বলেন, প্রজন্মের মাঝে মাতৃভাষার গুরুত্ব বুঝিয়ে দেয়ার দায়িত্ব অগ্রজদের।
৫২, ৭১, ৯০ এবং ২৪ একই সূত্রে গাঁথা। বাঙালির বৈশিষ্ট যে বহুত্ববাদ, তা যেন হারিয়ে না যায়, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। নতুন বই হতে হবে তরুনদের উপযোগী।
গতকাল ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১ হাজার ৯০৫ টি নতুন বই এসেছে। এছাড়াও আজ সারাদিনব্যাপী রয়েছে বইয়ের মোড়ক উন্মোচন ও বাংলা একাডেমি প্রাংগনে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এনএ/

