পর্দা নামলো লেখক-পাঠক-প্রকাশকদের অমর একুশের বইমেলার। ফেব্রুয়ারির শেষ দিনেও জমজমাট মেলাপ্রাঙ্গণ। অনেকেই ছুটির দিন পেয়ে শেষ মুহূর্তে সংগ্রহ করে নিচ্ছেন কেনার তালিকায় থাকা বইটি। শিল্প-সংস্কৃতি চর্চায় বইমেলাকে সবার ঊর্ধ্বে রাখার প্রত্যয় সকলের।
অমর একুশে বইমেলায় শেষ দিন। দর্শনার্থী ও পাঠকের সমাগমে পূর্ণ বইমেলা। শুরুর দিকে নেহাৎ ঘুরে দেখার জন্য এলেও শেষ বেলায় বই কেনায় মনোযোগী পাঠকরা। শিশু কিংবা বৃদ্ধ সবার মুখেই বইমেলার বন্দনা।

শুধু বই কেনাই নয়, এবারের মেলা নিয়ে স্মৃতি রোমন্থনে আবেগ আপ্লূত পাঠক, লেখক। জাতির বিকাশে বইয়ের গুরুত্বের কথাও জানান তারা।
প্রাণের আহ্বানে প্রকাশনা শিল্পকে সার্বজনীন করার আবেদন যেমন ছিল সবার মুখে। তেমনি নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে ব্যস্ত ছিল অভিভাবকরা।

লেখক, পাঠক ও প্রকাশকদের এক বিন্দুতে মিলিত করা এই বইমেলায় সবার মধ্যে যে আগ্রহ দেখা যায় তা প্রমাণ করে চিরায়ত বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আলাদা এক মর্মত্ব বোধের।
এনএ/