১০/১১/২০২৫, ৮:০৭ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৮:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি

বিজ্ঞাপন

পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে প্রায় ৮ বছর পর আবারও পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। ২০১৭ এ ভারতকে হারিয়ে শিরোপা জয়ী পাকিস্তান এবারও শিরোপা ধরে রাখতে চাইবে। ভারতের আপত্তিতে পাকিস্তান এককভাবে এবারের আসর আয়োজন করতে পারছে না।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে দুবাইয়ে।

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়। অবশ্য এবারের আসরের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে।

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্মপূর্ণ তথ্য

এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফি

গ্রুপ-

২০০৬ সাল থেকে ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চারটি করে দল নিয়ে দুটি গ্রুপে ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সর্বশেষ দুই সেমির লড়াইয়ে বিজয়ী দুই দল উঠবে ফাইনালে।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড

গ্রুপ ‘বি’: অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান

যেভাবে উত্তীর্ণ হয়েছে ৮ দল

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ৬ মাস আগে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটটি দল অংশ গ্রহণ করার যোগ্যতা অর্জন করতো। তবে এবারের আসরের আটটি দল টিকিট নিশ্চিত করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায়। ১০ দলের পয়েন্ট টেবিলে সেরা আটে (আয়োজক দেশসহ) থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হয়। যেখানে জায়গা হয়নি সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের।

প্রাইজমানি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগের আসরের চেয়ে এবার মোট প্রাইজমানি বাড়ানো হয়েছে ৫৩ শতাংশ। সবমিলিয়ে প্রতিযোগী ৮টি দেশের জন্য আর্থিক পুরস্কার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি টাকা। যেখানে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য বরাদ্দ প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা।

সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া তৃতীয় ও চতুর্থ স্থানধারী দুই দল পাবে সমান ৬ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে প্রায় ১ কোটি ৫১ লাখ টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল পাবে প্রায় ৪১ লাখ টাকা।

বাংলাদেশের দর্শকরা ম্যাচ দেখবেন যেভাবে

বিশ্বের প্রায় ৮০ টি দেশের ক্রিকেটপ্রেমীরা দেখতে পারবেন এবারের আসরের চ্যাম্পিয়ন্স ট্রফি। আর সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন নাগরিক টিভিতে। এ ছাড়া অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে। সরাসরি সম্প্রচার হবে টফি অ্যাপে।

গুরুত্বপূর্ণ ম্যাচ

৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫টি ম্যাচ হবে। দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। পরদিন (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত।

 এ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারতের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান-বাংলাদেশ, ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

দেখুন: চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটিতে গণপদত্যাগ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন