সাভারের আশুলিয়ার তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের ঘটনায় এখনো বিচার হয়নি অপরাধীদের। ২০১২ সালের ২৪ নভেম্বর এ দুর্ঘটনায় ১১৭ জন পোশাককর্মী প্রাণ হারান। ক্ষতিপূরণও পাননি অনেক পরিবার।
তাজরীন ফ্যাশন ট্র্যাজেডির এক যুগ। সকালে কারখানাটির সামনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহতদের স্বজন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সমাবেশে বক্তারা বলেন, এ ঘটনার এক যুগ পার হলেও এখনো আহত ও নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ দেয়া হয়নি।
অন্তবর্তীকালীন সরকারের কাছে দ্রুত বিচারকাজ শেষ করার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
শ্রমিক নেতাদের অভিযোগ, তাজরীন ফ্যাশনের মালিক আওয়ামীলীগের নেতা হওয়াতে সাবেক সরকার কখনো এর বিচার করেনি।
বর্তমান সরকার তাজরীন অগ্নিকান্ডে আহত ও নিহতদের ক্ষতিপূরণে নিশ্চিত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
টিএ/