১০/১১/২০২৫, ৬:৫০ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৬:৫০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে ইভটিজিং-মাদকের বিরুদ্ধে এক কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন

বিজ্ঞাপন

নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে এক কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দত্তবাড়ি-উদয় সাধুরহাট সড়কের বাঁধেরহাট বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাঁধেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাঁধেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁধেরহাট জিনিয়াস একাডেমী এবং মানিক কিন্ডার গার্টেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বাঁধেরহাট বিদ্যোৎসাহী সংঘের সভাপতি অজি উল্যাহ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন চৌধুরী বাবর, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন, গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর হাসান, কলেজ ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য আসাদুজ্জামান গেদু, বাঁধেরহাট জিনিয়াস একাডেমির পরিচালক মোহাম্মদ আলমগীর, শিক্ষক-কবি ফারুক আহমদ, বাজার ব্যবসায়ী আবু জাকের ও যুব সংগঠক মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বাঁধেরহাট এলাকায় সাম্প্রতিক মাদক ব্যবসায়ী, মাদক সেবী, কিশোর গ্যাং এবং ইভটিজিংকারীদের উৎপাত বেড়ে গেছে। গত ২৬ ফেব্রুয়ারি বাঁধেরহাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজে এক ছাত্রীকে হেনস্তার প্রতিবাদ করায় কিশোর চক্রের সদস্যরা বাজারের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে। এই ঘটনায় মামলা দুইজনকে গ্রেফতার করলেও বাকিরা এখনো ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

এনএ/

দেখুন: এক ভাপা পিঠার দাম ৫ হাজার টাকা! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন