25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরও ৩৭

ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় একদিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও ৩৭ জন। এছাড়া আহত হয়েছেন আরও ৯৮ জন।

গতকাল শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি বোমা হামলা, নিহত ৩১

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার-শুক্রবারের সর্বশেষ অভিযানের পর গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৫ হাজার ৪৩৬ জনে। এ ছাড়া অভিযানে এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৮ জন ফিলিস্তিনি।

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ, ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

হামাস আর কখনও গাজা শাসন করবে না : নেতানিয়াহু

প্রসঙ্গত, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানানো হয়েছে।

ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।

এনএ/

আরও পড়ুন: রাজধানীতে বিদেশী পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

দেখুন: ইনকিউবেটরে মৃত্যুশয্যায় প্রায় অর্ধশত শিশু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন