১৩/০৬/২০২৫, ১৩:৩৮ অপরাহ্ণ
35 C
Dhaka
১৩/০৬/২০২৫, ১৩:৩৮ অপরাহ্ণ

এখনই জাতীয় দলে খেলতে পারবেন না বৈভব

আইপিএলের সর্বশেষ নিলামে ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে কোটি টাকায় কিনে যে ভুল করেনি রাজস্থান রয়্যালস, সে প্রমাণ মাঠে দিচ্ছেন বিহারের এই কিশোর।

সর্বশেষ গুজরাটের বিপক্ষে ম্যাচে যা করলেন তাতে নড়েচড়ে বসেছে ক্রিকেট বিশ্বই। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি কিংবা ১৪ বছর ৩২ দিনে আইপিএলে শতক হাঁকানো–বৈভব সূর্যবংশীর দুর্দান্ত এক সেঞ্চুরির পর রেকর্ডবুকে আলোড়ন তুলেছে। আগামী দিনে ভারতের মহাতারকা ভাবছেন কেউ কেউ।

আইপিএলে নজর কাড়লেও ভারতের হয়ে অবশ্য এখনই খেলা হবে না বৈভবের। আইসিসির একটি নিয়মের কারণে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপাতে পারবে না সে। ২০২০ সালে একটি নিয়ম তৈরি করেছিল আইসিসি। সে নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে গেলে অন্তত ১৫ বছর বয়স হতে হবে। বৈভবের বয়স এখন ১৪। আগামী বছরের ২৭ মার্চ তার ১৫ বছর পূর্ণ হবে। ফলে বয়সের বিধিনিষেধে ভারতের হয়ে অভিষেক আটকে যেতে পারে তার।

নিয়ম বলা আছে, কোনও খেলোয়াড়ের যদি পর্যাপ্ত অভিজ্ঞতা, মানসিক পরিণতিবোধ এবং শারীরিক সক্ষমতা থাকে, তাহলে ১৫ বছরের আগেই তার অভিষেকের অনুমতি দেওয়া যেতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডকে আইসিসি বরাবর আবেদন জানাতে হবে।

আগামী এক বছরের মধ্যেই যে জাতীয় দলের হয়ে খেলাতে হবে এমন তাড়াহুড়োও অবশ্য ভারতের নেই। বৈভবকে জাতীয় দলে নেওয়ার ব্যাপারে কোনো ভাবনাচিন্তা আপাতত করা হয়নি। এখনো বয়সভিত্তিক দলেই প্রতিনিধিত্ব করছেন এই উঠতি তারকা।

পড়ুন: আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো গুজরাট টাইটানস

দেখুন: আইপিএলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশি ক্রিকেটাররা! 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন