বাংলাদেশে একটি জনপ্রিয় খেলা ব্যাডমিন্টন। কিন্তু বিগত ১৫ বছরে ব্যাডমিন্টন জগতে কোন উন্নতির ছোঁয়া লাগেনি, বরং বিভিন্ন খাত দেখিয়ে হয়েছে লুটপাট এবং ক্রমান্বয়ে ধ্বংস হয়েছে ফেডারেশন টি। নেই কোন উল্লেখযোগ্য অর্জন। গত ১৫ বছর ধরে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন নিয়ন্ত্রণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। সে সময় তারা ফেডারেশনের উন্নয়ন না করে লোক দেখানো কাজ, ভাগ বাটোয়ারা এবং বিদেশ ভ্রমণে ব্যস্ত ছিল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনো ব্যাডমিন্টন ফেডারেশন নিয়ন্ত্রণ করছে আওয়ামী দোসররা। এমনটাই অভিযোগ করেছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ কাজী হাসিবুর রহমান শাকিল।

এখনো আওয়ামী দোসরদের কবলে ব্যাডমিন্টন ফেডারেশন’
ক্রীড়াঙ্গনের অনেক ফেডারেশনের সংস্কার হলেও ব্যাডমিন্টন ফেডারেশনে লাগেনি সংস্কারের ছোঁয়া। আওয়ামী সরকারে গঠিত কমিটি নতুন করে ভোল পাল্টিয়ে পায়তারা করছে নতুন কমিটি গঠনের। তাই এখনি এদেরকে সরিয়ে যোগ্য লোকদের না বসালে ব্যাডমিন্টন ফেডারেশন ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন কাজী হাসিবুর রহমান শাকিল। তিনি আরও বলেন যারা বর্তমান সময়ে ফেডারেশনের কর্তা ব্যক্তি হতে চান তারা সুস্পষ্টভাবে আওয়ামী দোসর ও সুবিধাভোগী ছিলেন এবং তার যথেষ্ট প্রমাণও রয়েছে। ইতোমধ্যে একদফা অভিযোগ দাখিল করা হয়েছে। তাই অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছে এই ফেডারেশন বাঁচানোর অনুরোধ জানিয়েছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এবং কোচ কাজী হাসিবুর রহমান শাকিল।
দেখুন: টেপ টেনিস ক্রিকেট খেলে ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা আয় শুক্কুরের |