১৫/০৭/২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ
26.9 C
Dhaka
১৫/০৭/২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ণ

এজেএফবি সেরা গীতিকবির স্বীকৃতি পেলেন জনি হক

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি)-এর ১৮ বছর পূর্তিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো এজেএফবি স্টার অ্যাওয়ার্ড-২০২৫। চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে দেশের বরেণ্য শিল্পীদের মাঝে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের আসরে শ্রেষ্ঠ গতিকবির পুরস্কার অর্জন করেছেন জ্যেষ্ঠ সাংবাদিক জনি হক। রবিবার (২৯ জুন) সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই স্বীকৃতি দেওয়া হয় মাহমুদ মানজুরকে।

এজেএফবি আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন চিত্রনায়ক আলীরাজ। তাকে এই আসরে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় জনি হক বলেন, ‘পুরস্কার পাওয়ার জন্য আমি গান লিখি না, তবে পুরস্কার একজন গীতিকবিকে তার কাজের প্রতি আরও গভীর আগ্রহী করে তোলে। আমার প্রচেষ্টা থাকবে ভবিষ্যতে আরও ভালো গান লেখার মাধ্যমে সমাজ পরিবর্তনে অবদান রাখতে।’

অনুষ্ঠানে সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পেয়েছেন- শাকিব খান, মাহমুদ মানজুর, নিরব, ডিএ তায়েব, রাশেদ মামুন অপু, পূজা চেরি, আব্দুন নূর সজল, সামিরা খান মাহি, ইথুন বাবু, আসিফ আকবর, আঁখি আলমগীর, শিবা সানু, বেলাল খান, গাজী রাকায়েত প্রমুখ।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন- অভিনেতা আলীরাজ, নিরব হোসেন, জাসাস-এর যুগ্ম আহ্বায়ক মো. লিয়াকত আলী ও এটিএন বাংলার অনুষ্ঠান প্রধান তাশিক আহমেদ।

‘পরাণ’ সিনেমার সুপারহিট গান ‘চলো নিারালায়’খ্যাত গীতিকবি জনি হক সাংবাদিকতায়ও অর্জন রয়েছে উল্লেখযোগ্য। তিনি আটবার সরাসরি কাভার করেছেন ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে নামকরা চলচ্চিত্র উৎসব ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল’।

পড়ুন : গীতিকবিতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন জনি হক

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন