ঢাকার উত্তর সিটি যেনো এডিস মশার অভয়ারণ্য। জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধু উত্তরেই ডেঙ্গু শনাক্ত হযেছে ২০ হাজারের কাছাকাছি। যা মোট আক্রান্তের প্রায় ২২ শতাংশ। মারাও গেছে ১শ জনের কাছাকাছি। তবে দক্ষিণ সিটিতে শনাক্ত কিছুটা কম হলেও মারা গেছেন উত্তর সিটি থেকে প্রায় দ্বিগুনেরও বেশি।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় লাখের কাছাকাছি। এদের মধ্যে শুধু ঢাকার দুই সিটিতে শনাক্ত হয়েছে ৫০ শতাংশ রোগী। তবে দুই সিটির সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে উত্তর সিটি করপোরেশনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে প্রায় ২০ হাজারা মারা গেছেন ১০০ জনের কাছাকাছি। এখনো হাসপাতালে ভর্তি আছে অনেকে।
আক্রান্ত ও মৃত্যুতে দক্ষিণ সিটিও পিছিয়ে নেই। উত্তর সিটি থেকে কিছুটা কম শনাক্ত হলেও মারা গেছেন ২০৫ জন। যা এ পর্যন্ত মোট মৃত্যুর ৪২ শতাংশ।
মশা নিধন কার্যক্রমে স্থবিরতায় এডিশের বংশবিস্তার বাড়াচ্ছে। তাই এবার উত্তর সিটিতে মশা বেশি। কিটত্বত্তবিদরা বলছেন এখনো ঝুকিপূর্ণ লার্ভার ঘনত্ব পাওয়া যাচ্ছে রাজধানীতে তাই শীত জুড়েও থাকবে মশা।
মশার বংশ বিস্তার রোধে বছরব্যাপী সারা দেশে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
এনএ/