বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে এতিম শিশু ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে খালেদা জিয়ার পরিবারের উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিল হয়। এসময় বেগম জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার প্রয়াত সন্তান আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আয়োজক জাহিদ হোসেন মজুমদার, শামীম মজুমদার ও জাহির আসিফ মজুমদারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
বাড়ির আঙিনায় আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে ফুলগাজী ও ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতা-কর্মী, এলাকাবাসী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।
পড়ুন : ফেনীর ফুলগাজীতে বিজিবির মেডিকেল ক্যাম্প, সেবা পেল ১৫০০ বন্যাদুর্গত মানুষ


