ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। করা হয়েছে লাঠিচার্জও। রোববার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।
প্রসঙ্গত, সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে সম্প্রতি গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
কিন্তু এ নিষেধাজ্ঞা অমান্য করে রোববার ‘লংমার্চ টু সচিবালয়’ করেন নিয়োগ প্রত্যাশী। জানা যায়, তারা পুলিশের ব্যারিকেড ভেঙে থেকে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ৫টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সেইসঙ্গে করা হয় লাঠিচার্জও।
পড়ুন: নিবন্ধন পরীক্ষায় বাদ যেতে পারে প্রিলিমিনারি পরীক্ষা
এস