১৪/০৬/২০২৫, ৭:০৯ পূর্বাহ্ণ
28.4 C
Dhaka
১৪/০৬/২০২৫, ৭:০৯ পূর্বাহ্ণ

এনবিআর নিয়ে যত দ্রুত সম্ভব আরেকটি গেজেট প্রকাশ করা হবে : অর্থ উপদেষ্টা

যত দ্রুত সম্ভব এনবিআর নিয়ে আরেকটি গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা ২ জুন বাজেট দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কর, কাস্টমস ক্যাডারদের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।

এনবিআর পৃথক বিষয়টি বাস্তবায়নের পর্যায় আছে, অনেক কাজ আছে এসব নিয়ে। সেসময় আমরা দেখবো কতটুকু তাদের দাবি নেওয়া যায়। প্র্যাকটিক্যাল ইস্যুতে দশ ও দেশের স্বার্থে, ব্যবসার স্বার্থে আমরা যেটাকে অনুমোদন করেছি সেটা রাখবো। কিন্তু তাদের বিষয়গুলো- বিধি হোক আর যেভাবেই হোক, সেটা করতে আমরা চেষ্টা করব।

এ বিষয় নিয়ে তাদের সঙ্গে আর কোনো বৈঠক হবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের সঙ্গে ফরমালি আর কোনো আলোচনা হবে না। তাদের যে উপদেষ্টা কমিটি আছে, তারা তাদের সঙ্গে আলাপ করে এটা করবে।

আজকের বৈঠক ফলপ্রসূ কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকের বৈঠক ফলপ্রসূ।

আলাদা বিভাগ হিসেবে কাজ শুরু হবে কবে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগে গেজেট করতে হবে, গেজেটের আগেও অনেক কাজ আছে।

এ কাজ শেষ করতে কতদিন লাগবে জানতে চাইলে তিনি বলেন, আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়। বাজেট তো ২ জুনে দেব, এরপর এটা নিয়ে কাজ হবে।

পড়ুন : মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে সরকার : অর্থ উপদেষ্টা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন