১০/১১/২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৭:৫৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় : সিইসি

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের নির্ধারিত তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার (১২ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি।

আসন্ন নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। যেখানে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক ছাড়াও আইনশৃঙ্খলাবাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে সিইসি বলেন, আগামী নির্বাচনে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের যারা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন, আজকে তাদের প্রতিনিধিদের সঙ্গে আমরা বসেছি। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সিইসি বলেন, আমরা আসন্ন নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে চাই, যাতে নারী-পুরুষ সবাই মিলে উন্মুক্ত পরিবেশে নিজের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা এমন একটি পরিবেশ নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করেছেন। এ সময় নির্বাচন কমিশন একটি স্বচ্ছ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি তিনি বলেন, কোনো দল যখন নিবন্ধন পায়, আমাদের যে নির্ধারিত প্রতীকের তালিকা আছে, সেখান থেকে একটি প্রতীক দিতে হয়। যেহেতু আমাদের নির্ধারিত তালিকায় এই প্রতীক (শাপলা) নেই, তাই আমরা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) এই প্রতীক দিতে পারিনি। কারণ, বিধান হলো আমাদের যে তালিকাভুক্ত প্রতীক সেখান থেকেই একটি প্রতীক দিতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এনসিপিতে নেতৃত্বে আছেন, তারা ২০২৪ এর আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তারা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করবেন বলে আমি মনে করি না। তারাও দেশের মঙ্গল ও গণতন্ত্র চান।

পড়ুন : শাপলা প্রতীক ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন