১৫/০৭/২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
30.3 C
Dhaka
১৫/০৭/২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ

এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২০২৪ সালে আমরা আন্দোলন করেছিলাম, গণঅভ্যুত্থান করেছিলাম শেখ হাসিনা সরকারের পতনের জন্য। আমাদের এবারের আন্দোলন, এবারের কর্মসূচি নতুন দেশ গঠনের। কারণ আমরা বলেছিলাম, শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, মাফিয়া, দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করতে হবে। আমরা গত এক বছরে সেই সিস্টেমের পরিবর্তন দেখতে পাইনি। আমরা এলাকায় এলাকায় এখনো চাঁদাবাজি দেখি, সন্ত্রাসী দেখি, মাফিয়া সিস্টেম দেখি।

শনিবার (৫ জুলাই) বিকেল ৫টায় জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে পথসভায় তিনি এসব কথা বলেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার পঞ্চম দিনে জয়পুরহাট জেলা এনসিপি এ পথসভার আয়োজন করে। এর আগে এদিন বিকেল সোয়া ৪টার দিকে শহরের সিও কলোনী এলাকা থেকে পদযাত্রা শুরু করেন এনসিপির নেতাকর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, বিপ্লবীরা এখনো ঘুমায় নাই। জয়পুরহাটবাসী এখনো ঘুমায় নাই। প্রিয় বন্ধুগণ, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে এই জয়পুরহাটের সন্তানেরা শহীদ হয়েছে। শহীদ মেহেদী হাসান, শহীদ রিতা আক্তার, শহীদ নজিবুল সরকার, শহীদ মিনহাজসহ সকল শহীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, জুলাই গণঅভ্যুত্থানে এ জেলার যে সকল সাহসী সন্তানেরা আহত হয়েছিলেন। আরও স্মরণ করছি আমাদের নারীরা, আমাদের আলেম সমাজসহ যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল।


এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মাঝে মধ্যে খুনি শেখ হাসিনা সীমান্তের ঐপার থেকে টুক করে ঢুকে পড়ার চেষ্টা করে। আরেক মশায় মোদি মুসলমান ভাইদেরকে বাংলাদেশে পুশইন করে। আমরা মোদিকে বলব অন্যদের বাংলাদেশে পুশইন না করে জুলাইয়ের খুনি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান। অনেক রাজনৈতিক দল জুলাইয়ের অভ্যুত্থান কে বলছেন আবেগের আন্দোলন। এই আন্দোলনকে সংবিধানে স্থান দেয়ার প্রয়োজন নেই। যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন তারা আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, আওয়ামীলীগের ব্যবসা কারা চালায় আমরা কি জানিনা? এলাকায় কারা চাঁদাবাজি করে আমরা কি জানিনা? আর এলাকায় চাঁদাবাজি হতে দেয়া যাবেনা, সন্ত্রাসবাদ হতে দেয়া যাবেনা, কোন আলেম ওলামাদের নির্যাতন করতে দেয়া যাবেনা, কোন মন্দির ভাঙ্গা যাবেনা, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের পাখির মতো রাস্তায় হত্যা করেছে সেই বাংলাদেশ আর ফিরতে দেয়া যাবেনা বলে জানান তিনি।

এ সময় জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু প্রমুখ।

পড়ুন : বিচার, সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদ দিয়ে নির্বাচন হলে এনসিপি অংশগ্রহণ করবে না : নাহিদ ইসলাম

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন