24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

এবার অনন্যাকে দেখা যাবে ঐতিহাসিক চরিত্রে

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবার এক ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তাকে দেখা যাবে অক্ষয় কুমারের বিপরীতে ‘কেসরি চ্যাপ্টার ২: দ্য আনটোল্ড স্টোরি অব জালিয়ানওয়ালা বাগ’ সিনেমায়।

এর আগে একই চরিত্রে অভিনয় করেছিলেন পরিণীতি চোপড়া, তবে এবার সিক্যুয়েলে অনন্যার নতুন রূপ দেখতে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

সিনেমাটির প্রযোজক করণ জোহর তার সোশ্যাল মিডিয়ায় এক দীর্ঘ পোস্টে ইঙ্গিত দিয়েছেন যে এটি মুক্তি পেতে পারে ২০২৫ সালের ১৮ এপ্রিল।

নতুন এই সিনেমা সি শঙ্করণ নায়ারের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে। তিনি ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সত্য উদঘাটনে ব্রিটিশ রাজার বিরুদ্ধে আইনি লড়াইয়ে অবতীর্ণ হন। সেই সময় তার এই সংগ্রাম ভারতের ন্যায়বিচারের লড়াইয়ে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। সিনেমাটিতে সেই ঐতিহাসিক আইনি লড়াইয়ের ঘটনা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। এটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী।

এদিকে, অনন্যা পান্ডেকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘সিটিআরএল’ সিনেমায়। বিক্রমাদিত্য মোতওয়ানি পরিচালিত এই সাইবার থ্রিলারে তার সহশিল্পী ছিলেন বিহান সামাত, সূচিতা ত্রিবেদীসহ আরও অনেকে।

এনএ/

দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন