১৮/০৬/২০২৫, ২৩:১৯ অপরাহ্ণ
26.1 C
Dhaka
১৮/০৬/২০২৫, ২৩:১৯ অপরাহ্ণ

এবার টেস্ট থেকে অবসরের পথে কোহলি

এবার টেস্ট থেকে অবসর নেওয়ার পথে বিরাট কোহলিও। ইতোমধ্যে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। তবে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বোর্ড।

আগামী জুনে ইংল্যান্ড সফরে যাবে ভারত। খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। দল ঘোষণাও হয়ে যাবে কয়েক দিনের মধ্যেই। তার আগে এই সিদ্ধান্তে কিছুটা ধাক্কা-ই খেলো বিসিসিআই।

গত বুধবার (৭ মে) সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে টেস্ট থেকে অবসর নেন নিয়মিত অধিনায়ক রোহিত। এ সিরিজের আগে আরও এক সিনিয়র ক্রিকেটারকেও এ ফরম্যাট থেকে হারাতে যাচ্ছে বিসিসিআই।

ভারতীয় সংবাদ মাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, সে (কোহলি) সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং টেস্ট থেকে অবসর নেওয়ার বিষয়ে বোর্ডকে জানিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ ইংল্যান্ড সিরিজের আগে এমন সিদ্ধান্ত নিয়ে কোহলিকে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিসিসিআই। তিনি এখনো কিছু জানাননি।

ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও সিরিজের বাকি ম্যাচগুলোতে ব্যর্থ ছিলেন তিনি। তবে ফর্মে না থাকলেও বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে কোহলি থাকুক। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি এই সফরে না পাওয়া যায়, তাহলে দলের ব‍্যাটিং লাইনআপ অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। সেই কারণেই বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে।

২০১১ সালে ভারতের হয়ে টেস্ট অভিষেকের পর ১২৩টি ম্যাচ খেলেছেন কোহলি। যেখানে ৪৬.৮৫ গড়ে করেছেন ৯২৩০ রান। ২১০ ইনিংসে তার শতক ৩০টি আর অর্ধশতকের সংখ্যা ৩১টি।

পড়ুন: বেঙ্গালুরুতে সাড়ে তিন হাজার রানে কোহলির ইতিহাস

দেখুন: কোহলি-গম্ভীর দ্ব*ন্দ্বের ভিডিও, কোথা থেকে শুরু, কোথায় গিয়ে শেষ |

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন