০৭/১১/২০২৫, ৫:২৩ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবার নিউজিল্যান্ডের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা

নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ দল। সেই হারের কষ্ট না ভুলতেই আজ শুক্রবার নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে বড় ব্যবধানে হারল নিগার সুলতানা জ্যোতির দল। গোয়াহাটিতে এদিন কিউই নারী দলের বিপক্ষে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি টাইগ্রেস নারী দল।

নিউজিল্যান্ডের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ দল সংগ্রহ করে মোটে ১২৭ রান। ফলে ১০০ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হলো জ্যোতিদের। মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ দল। মূলত কিউই পেসার রোসামারি মাইর এবং জেস কারের পেসে পুড়েছে টাইগ্রেসরা।

দুই ওপেনার রুবায়া হায়দার এবং শারমিন আক্তার ফিরে যান সিঙ্গেল ডিজিটে। এরপর ব্যর্থ হন সোবহানা মোস্তারিও, করেন মোটে ২ রান। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে মহা চাপে পড়ে বাংলাদেশ দল। সেই চাপ সামলে না উঠতেই বিদায় নেন অধিনায়ক জ্যোতিও, ৪ রান করে। দলীয় ৩০ রানে ৪ উইকেট থাকা অবস্থায় সুমাইয়া আক্তারও ফিরে যান ১ রান করে।


এরপর ৩৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ দল। এরপর দলের হাল ধরেন ফাহিমা খাতুন এবং নাহিদা আক্তার। দুজন মিলে জুটি গড়েন ৩৩ রানের, দলীয় ৬৬ রানে ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন নাহিদা। এরপর রাবেয়াকে নিয়ে হারের ব্যবধান কমাতে থাকেন ফাহিমা।

একসময় ফাহিমা ৩৪ রানে এবং রাবেয়া ২৫ রানে বিদায় নিলে বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। কিউইদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট সংগ্রহ করেন জেস কার এবং লিয়া তাহুহু।

এর আগে দিনের শুরুতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দল। দলের হয়ে সর্বোচ্চ ব্রুক হালিডে ৬৯ এবং সোফি ডিভাইন করেন ৬৩ রান। এ ছাড়া শেষ দিকে ম্যাডি গ্রিন করেন ২৮ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেন রাবেয়া খান।

বিজ্ঞাপন

পড়ুন : দক্ষিণ কোরিয়াকে গোলবন্যায় ভাসালো ব্রাজিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন