১৪/০৬/২০২৫, ১৪:৩৯ অপরাহ্ণ
35.3 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৪:৩৯ অপরাহ্ণ

এবার পরীমণির নামে সেই পিংকি আক্তারের মামলা

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির এক বছরের মেয়ে সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে চলতি মাসে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী পিংকি আক্তার ঢাকার ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। 

এবার পরীমণিকে ১ নম্বর আসামি করে এবার আদালতে সরাসরি মামলা করেছেন তার বাসার গৃহকর্মী পিংকি আক্তার। অভিযোগে নাম আছে সঙ্গীতশিল্পী শেখ সাদীরও। 

মামলার বিবরণে বলা হয়, একটি শিশু দেখাশোনার চুক্তিতে পিংকিকে বাসায় নেওয়া হলেও তাকে দুটি বাচ্চার দায়িত্ব ছাড়াও রান্না ও অন্যান্য গৃহস্থালির কাজ করতে হতো। গত ২ এপ্রিল পরীমণি না কি মেকআপ রুম থেকে মাদক সেবন করে এসে বাচ্চার জন্য দুধ তৈরি করা নিয়ে পিংকির ওপর চড়াও হন। 

আদালতে দায়ের করা অভিযোগে বলা হয়েছে—‘তুই আমার বাচ্চার জন্য দুধ কেন বানাচ্ছিস, এখন তুই ওকে সলিড খাবার দিবি’, এই বলেই অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন নায়িকা। পরিস্থিতি হাতাহাতিতে গড়ায়, পিংকি জানান—তাকে মারধর করা হয়।

এ ঘটনার পরদিন ৩ এপ্রিল পিংকি ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন। তবে পুলিশ নাকি সহযোগিতা করেনি। তাই আইনজীবীর পরামর্শে শেষমেশ তিনি আদালতের শরণাপন্ন হন। 

ঘটনার বিষয়ে এখন পর্যন্ত পরীমণির কোনো আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও এরআগে তিনি বলেছিলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। এটি সম্পূর্ণ মিথ্যা। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব কেউ করাচ্ছে। আশা করি, পুলিশ এর সত্যতা বের করবে। 

পড়ুন : গৃহকর্মীকে মারধর, চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন