24 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

এবার বিশ্বব্যাংক থেকে ঋণ পাচ্ছে শ্রীলঙ্কা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পর এবার বিশ্বের বৃহত্তম ‍ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক থেকেও ঋণ পাচ্ছে অর্থনৈতিকভাবে মারাত্মক হুমকির মুখে থাকা শ্রীলঙ্কা। দেশটির অর্থনীতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে এ ঋণ দেওয়া হচ্ছে বলে বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানায়।

গতকাল সোমবার বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠানটি শিগগিরই ২০ কোটি ডলার ঋণ দেবে শ্রীলঙ্কাকে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংক থেকে এই ‍ঋণপ্রাপ্তি সম্ভব হয়েছে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের তদবির এবং তৎপরতায়। সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়ে গত ২২ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেশটির বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে। বিশ্বব্যাংক থেকে ঋণ প্রদানের এই ঘোষণা এলো তিনি ক্ষমতা গ্রহণের ১৬ দিনের মধ্যে।

এক বিবৃতিতে বিশ্বব্যাংকের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে দিশানায়েকে বলেছেন, শ্রীলঙ্কার অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে বিশ্বব্যাংকের এই ঋণের অর্থ কার্যকর ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন