০৮/১১/২০২৫, ০:২৭ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এবার ভিসার নতুন ৪ ক্যাটাগরি চালু করল আরব আমিরাত

ভিসার ক্ষেত্রে নতুন ক্যাটাগরি চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। নতুন এন্ট্রি ভিসা সংক্রান্ত সংশোধনী ও সংযোজনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকারি কর্তৃপক্ষ ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) সোমবার (২৯ সেপ্টেম্বর) এই ঘোষণা দেয়। খবর গালফ নিউজের।

নতুন ভিসা ব্যবস্থায় যুক্ত হয়েছে কয়েকটি বিশেষ ক্যাটাগরি। চারটি নতুন ভিজিট ভিসা ক্যাটাগরি – কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোদ তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য।

মানবিক রেসিডেন্স পারমিট এক বছরের জন্য দেয়া হবে এবং নির্দিষ্ট শর্তসাপেক্ষে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তা নবায়নযোগ্য। বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর রেসিডেন্স পারমিট এক বছরের জন্য অনুমোদনযোগ্য, শর্তপূরণ সাপেক্ষে একই মেয়াদে পুনর্নবায়ন করা যাবে।

বন্ধু বা আত্মীয়ের জন্য ভিজিট ভিসা আয়ের ভিত্তিতে স্পনসরশিপের মাধ্যমে আত্মীয় বা বন্ধুকে আনা যাবে। বিজনেস এক্সপ্লোরেশন ভিসার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা থাকা জরুরি। এর মধ্যে থাকতে পারে সংযুক্ত আরব আমিরাতের বাইরে বিদ্যমান কোনো প্রতিষ্ঠানে শেয়ার মালিকানা, নতুন কোম্পানি প্রতিষ্ঠার আর্থিক সক্ষমতা অথবা পেশাগত যোগ্যতার প্রমাণ।

ট্রাক ড্রাইভার ভিসার স্পনসর থাকা বাধ্যতামূলক। পাশাপাশি স্বাস্থ্য ও আর্থিক গ্যারান্টি থাকাও প্রয়োজন। প্রতিটি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থানকাল এবং নবায়নের শর্তাবলি স্পষ্টভাবে নির্ধারণ করে দেয়া হয়েছে। এই নতুন ভিসা কাঠামোর মাধ্যমে আমিরাত বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন খাতের কর্মী এবং মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য বসবাস ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করলো।

বিজ্ঞাপন

পড়ুন : পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন