এবার নভেম্বরের প্রথম ১৫ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন প্রায় শতকের কাছাকাছি। যা গেলো মাসের প্রথম ১৫ দিনের চেয়ে অন্তত ৪০ জন বেশি। আর শনাক্ত হয়েছেন প্রায় ১৬ হাজার। যা চলতি বছরের যেকোন মাসের প্রথম ১৫ দিনের চেয়ে বেশি। কিটতত্ববিদরা বলছেন, এবার শীতকালেও থাকবে প্রকোপ ডেঙ্গুর।
চলতি বছরের গেলো মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। সেই অক্টোবরেই প্রথম ১৫ দিনে প্রাণ হারিয়েছিলো ৬০ জন। আর নভেম্বরের প্রথম ১৫ দিনে প্রাণ হারিয়েছে প্রায় ১০০ জনের কাছাকাছি।
আর অক্টোবরের প্রথম ১৫ দিনে আক্রান্তের সংখ্যা ছিলো ১৩ হাজার ৮শ ২৬ জন। নভেম্বরের প্রথম ১৫ দিনে আক্রান্ত প্রায় ১৬ হাজার। এখনো হাসপাতালে ভর্তি হাজারেরও বেশি মানুষ।
এক সময় বলা হতো জুন থেকে অক্টোবর পর্যন্তই পাওয়া যেতো ডেঙ্গু রোগী। সময় পাল্টে গেছে। ডেঙ্গু রোগী পাওয়া যায় এখন সারা বছর। তাইতো প্রকৃতিতে শীতের আগমনের বার্তা দিলেও ডেঙ্গুর প্রকোপ থামার কোন লক্ষণ নেই। বরং গেলো ১৫ দিনের আক্রান্ত ও মৃত্যু চলতি বছরের যেকোন ১৫ দিনের তুলনায় বেশি।
কিটত্বত্তবিদরা বলছেন, এডিশ মশা এখন সারা বছরব্যপী পাওয়া যায়। তাদের করা জরিপ বলছে এখনো এডিশ মশার ঝুকিপূর্ণ ঘনত্ব রয়েছে রাজধানীতে। তাই শীতকাল জুড়েই থাকবে ডেঙ্গুর প্রকোপ।
মশার বংশ বিস্তার রোধে বছর ব্যাপী সারা দেশে সমান গুরুত্ব দিয়ে কার্যক্রম চালানোর উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
এনএ/