26.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

এবার সিরিয়ার আরেক শহর দখলে নিল বিদ্রোহীরা

এবার সিরিয়ার বিদ্রোহীরা আরেক শহর দখলে নিয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আলেপ্পোর পর সিরিয়ার মধ্যাঞ্চলের হামা শহরও দখলে নিয়েছে দেশটির বিদ্রোহীরা। শহর থেকে সরকারি বাহিনী প্রত্যাহারের পর বিদ্রোহীরা এ ঘোষণা দেয়। দ্রুততম সময়ে দুই শহর হারিয়ে বড় চাপে পড়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী।

এতে আরও বলা হয়, গত সপ্তাহে হামলা চালিয়ে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও তাদের মিত্ররা আলেপ্পো দখল করে। এরপর তারা উত্তরাঞ্চলের হামা শহরের দিকে অগ্রসর হয়।

বিদ্রোহীরা জানিয়েছে, তারা হামার কেন্দ্রীয় কারাগারের দখল নিয়েছে। এ সময় সেখানে থাকা সব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে। এলাকাটি আলেপ্পো ও রাজধানী দামেস্কের মধ্যকার একটি কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা।

ব্রিটিশ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবার হামা অগ্রসর হওয়ার পথে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর বিভিন্ন সড়কে সংঘর্ষ হয়েছে। তারা কয়েক দিন থেকে শহরে হামলা চালিয়েছে।

এনএ/

আরও পড়ুন: এবারাও ফিফা বর্ষসেরার দৌড়ে আছেন মেসি!

দেখুন: ধ্বংসস্তুপে প্রাণের স্পন্দন, ১২৮ ঘণ্টা পর ২ মাসের শিশু উদ্ধার  

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন