এবার স্বাধীনতা দিবসে কোনো কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ঈদ এবং স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়ে সচিব বলেন, এসময়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেয়া হয়েছে। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের আহ্বান জানান তিনি।
লাল সবুজের বাংলাদেশে স্বাধীনতার ৫৫তম দিবস এবছরের ২৬ মার্চ। ৭১ এ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনতে প্রাণ দিতে হয়েছে এদেশের অসংখ্য মানুষকে। প্রতি বছর ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

দুপুরে সচিবালয়ে স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের আইনশৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এ সংক্রান্ত কমিটি বৈঠকে বসে। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, এবার বিজয় দিবসের মতো স্বাধীনতা দিবসেও থাকছে না কুচকাওয়াজ।
স্বরাষ্ট্র সচিব জানান, বৈঠকে কথা হয়েছে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। তিনি বলেন, দুই অনুষ্ঠানে নিরাপত্তার কোন শঙ্কা নেই।

ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করার আহবান জানানো হয় বৈঠকে।
এনএ/