26 C
Dhaka
শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪
spot_imgspot_img

এমপি আনারের ৭ হত্যাকারী গ্রেফতার

ঝিনাইদহ- ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অংশ নেয়া ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, এমপি আনার হত্যার কিলিং মিশনে সাতজন দায়িত্ব পালন করেছে। এই সাতজনসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল গ্রেফতার করা হয় ফয়সাল ও মোস্তাফিজকে। ফয়সালই এমপি আনারকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেন বলে জানান হারুন অর রশীদ।

তিনি আরও জানান, এ দুজন সংসদ সদস্য আনার খুনে সরাসরি অংশ নেন। খুনের ১১ দিন আগে তারা বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় গিয়ে সেখানকার নিউমার্কেট এলাকায় একটি হোটেলে ওঠেন। খুনের ছয় দিন পর তারা ঢাকায় ফিরে আত্মগোপনে চলে যান। তাদের আজ আদালতে তোলার পর ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ব্যবসায়ীক ও রাজনৈতিক দুই কারণ আমলে নিয়েই তদন্ত করা হচ্ছে বলে জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন