16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

এমপি আনার হত্যায় জড়িত সিয়াম নেপালে আটক

এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সিয়ামকে নেপালে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত করতে সকালে নেপালে গেছে ঢাকার ডিবিপ্রধান হারুন অর রশিদের নেতৃত্বে একটি গোয়েন্দা দল। সেখানে আরও কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।

এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনের সহযোগী সিয়াম নেপালে আটক হয়েছে বলে জানা গেছে। সে এমপি আনারের লাশ গুমের সঙ্গে জড়িত। তার আটকের খবরে নেপাল গেল ঢাকার ডিবির তদন্ত দল।

সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএমপির ডিবি প্রধান সাংবাদিকদের জানান, অনেক আসামি কাঠমান্ডুকে রুট হিসেবে ব্যবহার করতে সেখানে অবস্থান করে।

হারুন বলেন, ইন্টারপোলকে ইতোমধ্যে চি‌ঠি দেওয়া হয়েছে। কাঠমান্ডু পু‌লি‌শের সাথে তথ্য আদান-প্রদান চলছে। এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এছাড়া প্রতিনিধিদলে ডিবির দুজন কর্মকর্তা এবং পুলিশ সদরদপ্তরের এনসিবির একজন কর্মকর্তা রয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন