ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট অংশে একটি পিলারের সঙ্গে দোতলা বিআরটিসি বাসের ধাক্কা লেগেছে। এতে এক্সপ্রেসওয়ের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ট্রাফিক এলার্টে দুর্ঘটনাকবলিত বাসটির ছবি শেয়ার করে ঘটনার বিবরণ দিয়েছেন তানজিদ আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী।
তিনি জানান, ধাক্কার ফলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।
ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, বাসের সামনের সিটে একজন যাত্রী বসা ছিলেন। তবে ভাগ্যক্রমে তিনি কোনো আঘাত পাননি।
পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় বাসচাপা: গ্রেপ্তার ২