নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। ডাম্বুলায় দ্বিতীয় সেমিতে সন্ধ্যা সাড়ে সাতটায় স্বাগতিক শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
হার দিয়ে আসর শুরু হওয়ার পর টানা দুই জয়ে সেমির টিকিট নিশ্চিত করে টাইগ্রেসরা। থাইল্যান্ডকে ৭ উইকেটে হারানোর পর, মালয়েশিয়াকে ১১৪ রানে হারায় নিগার সুলতানা জ্যোতিরা।
বুধবার টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।
সেমির আগে বিশাল এই জয়, অনুপ্রেরণা জাগাবে বাংলাদেশকে। যদিও শক্তির বিচারে এগিয়ে ভারত।