23 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে জুনিয়র টাইগাররা। বাংলাদেশের দেওয়া ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৩ রানেই অলআউট হয় আফগানিস্তান। টাইগারদের হয়ে সেঞ্চুরি করে এদিন ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা
এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

শুক্রবার (২৯ নভেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও কালাম সিদ্দিকি মিলে দ্বিতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন। আর তাতেই ২২৮ রানের লড়াকু পুঁজি পায় যুব টাইগাররা।

লক্ষ্য তাড়ায় আফগানদের ইনিংস শুরু হয় ধীরগতিতে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনার মাহবুব খান এবং উজাইর খান। উজাইর ৮ রান এবং ১৬ রান করে আউট হন মাহবুব।

তৃতীয় উইকেটে নাসির খানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন ফায়সাল খান। কিন্তু ব্যক্তিগত ৫৮ রান করে আউট হন ফায়সাল। এরপর ৬০ বলে ৩৪ রান করে সতীর্থের দেখা পথ অনুসরণ করেন নাসির।

এদিন ইনিংস বড় করতে পারেননি নাজিফউল্লাহ আমিরিও। ১৯ বলে ১৭ রান করে এই ব্যাটার আউট হলে উইকেট মিছিল শুরু করেন বারাকাতুল্লাহ ইব্রাহিমজাই (১৯), হামজা খান (৫), খাতির স্তানিকজাই (৩) এবং আব্দুল আজিজ (৫) ।

এতে ১৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানিস্তান। ৪৮তম ওভারে আল্লাহ গাজানফার রান আউট হলে ১৮৩ রানে গুঁটিয়ে যায় আফগানরা। এতে ৪৫ রানের জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে আল ফাহাদ এবং ইকবাল হোসেন ৩টি করে উইকেট শিকার করেন। এ ছাড়া মারুফ মৃধা দুটি এবং রাফি নেন এক উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জুনিয়র টাইগাররা। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন টাইগার ওপেনার জাওয়াদ আবরার। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন অধিনায়ক আজিজ হাকিম তামিম।

আর এই ব্যাটকে সঙ্গ নিয়ে ফিফটি তুলে নেন আরেক ওপেনার কালাম সিদ্দিকি। ১১০ বলে ৬৬ রান করে আউট হন কালাম। ৬ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন দেবাষীশ দেবা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান তামিম।

১৫ বলে ১০ রান করে শিহাব জেমস আউট হলেও ১৩২ বলে সেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু পরের বলেই ক্যাচ আউট হন বাংলাদেশ অধিনায়ক।

শেষ দিকে ফারিদ (১০) এবং মারফ মৃধা শূন্য রানে আউট হলে রাফির অপরাজিত ১১ রানে ভর করে ২২৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছিল বাংলাদেশ।

টিএ/

পড়ুন: টস হেরে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ
দেখুন: ‘নিজ বাহিনীর হাতে আমার বাবা শহীদ হয়েছেন’
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন