26 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

টানা চার মাস রপ্তানি আয় এসেছে ৪ বিলিয়ন ডলারের বেশি

টানা চার মাস ধরে বাংলাদেশে রপ্তানি আয় এসেছে ৪ বিলিয়ন মানে ৪০০ কোটি মার্কিন ডলারের বেশি। এই বছরের জানুয়ারি মাসে ৪৪৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৭০ শতাংশ বেশি।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) পরিসংখ্যান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-জানুয়ারিতে দেশে মোট ২ হাজার ৮৯৭ কোটি ডলার রপ্তানি আয় এসেছে। যা আগের ২০২৩–২৪ অর্থবছরের চেয়ে ১১ দশমিক ৬৮ শতাংশ বেশি।

ইপিবির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, জানুয়ারি মাসে তৈরি পোশাক, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াবিহীন জুতা, হিমায়িত খাদ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। তবে চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্যের রপ্তানি কমেছে।

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে ২ হাজার ৩৫৫ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। শুধু জানুয়ারিতে তৈরি পোশাকে রপ্তানি আয় এসেছে ৩৬৬ কোটি ডলার। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি মাসে ৬৭ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের চেয়ে প্রায় ১০ দশমিক ৫ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সাত মাসে ৬৬ কোটি ৯০ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। এই রপ্তানি গত অর্থবছরের চেয়ে ৮ শতাংশ বেশি।

এনএ/

দেখুন: নিয়ন্ত্রণে এসেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আগুন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন