২০/০৬/২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ণ

এ পর্যন্ত বাংলাদেশে ৩৩০ জনেরও বেশি পুশ করা হয়েছে : হিমন্ত বিশ্ব শর্মা

অনুপ্রবেশকারী সন্দেহে গত কয়েক মাসে ৩৩০ জনেরও বেশি নারী-পুরুষকে বাংলাদেশে পুশ করেছে ভারতের আসাম রাজ্য সরকার। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ তথ্য জানিয়েছেন।

আসাম রাজ্যের অভিবাসন আইন, ১৯৫০ অনুযায়ী তাদের ফেরত পাঠানো হয়েছে উল্লেখ করে রোববার আসামের বিধানসভার এক বিশেষ অধিবেশনে হিমন্ত বলেন, “আসামের অভিবাসন বিষয়ক বিশেষ আইনের আওতায় আসামের জেলাগুলোর জেলা প্রশাসকদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। তার জেরে গত কয়েক মাসে আমরা ৩৩০ জনেরও বেশি অনুপ্রবেশাকারীকে ফেরত পাঠাতে পেরেছি। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান চলমান থাকবে।”

বিশেষ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় নাম উল্লেখ না করে ভারতের বিরোধী দল কংগ্রেসের আসাম শাখার প্রেসিডেন্ট গৌরব গগৈকে আক্রমণ করেন হিমন্ত।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসামের বিরুদ্ধে অপপ্রচার চলছে এবং এই অপপ্রাচারকারীরা গৌরব গগৈ-কে নেতা হিসেবে মানে।

হিমন্ত বলেন, “আমরা ফেসবুকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৬০০টি অ্যাকাউন্ট শনাক্ত করেছি। এই অ্যাকাউন্টগুলো থেকে ফিলিস্তিন এবং আসাম সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হয়। আসাম সম্পর্কে যেসব তথ্য এসব অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়— সেগুলো অসত্য, আক্রমণাত্মক এবং রুচিহীন। ইসলামাবাদ, রিয়াদ এবং সৌদি আরব থেকে পরিচালিত হয় এই অ্যাকাউন্টগুলো। যারা এগুলো চালান, তারা রাহুল গান্ধীকে নয়, আসামের একজন বিশেষ নেতাকে পছন্দ করেন।”

“আমার কাছে প্রমাণ আছে, তার ভিত্তিতেই এ কথা বলছি; আর আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে আমি সংবাদমাধ্যমেকে এ সংক্রান্ত তথ্য-প্রমাণসহ দেবো।”

পড়ুন: রাঙামাটির সীমান্তে পুশইন ও চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন