ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে জয়পুরহাট জেলা শাখার কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও বগুড়া অঞ্চলের তত্ত্বাবধায়ক ফখরুল ইসলাম।
তিনি বলেন, আল-কোরআন শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং এটি মানব জীবনের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। শিক্ষার্থীদের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে দিতে পারলে তারা ভবিষ্যতে নৈতিক ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রশিবিরেে সভাপতি জুয়েল হোসেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পড়ুন: দিল্লির মাঠে ঐতিহাসিক জয়ে শীর্ষে বেঙ্গালুরু
দেখুন: ‘দেশের যেসব প্রেম কাহিনী ইতিহাস কাঁপিয়ে দিয়েছে’
ইম/