আজ সেই ঐতিহাসিক ৭ মার্চ।
১৯৭১ সালের এই দিনেই তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক স্মরণীয় ভাষণ দেন। যেই ভাষণ বাঙালির স্বাধীনতা ও জাতীয়তাবোধ জাগরণের অন্যতম প্রেরণা হিসেবে বিবেচিত হয়।

লাখো মানুষের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
পরবর্তীতে এই ভাষণকে ২০১৭ সালে ইউনেসকো ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয়।
বঙ্গবন্ধু তার ভাষণে বাঙালির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি দেশবাসীর করণীয় সম্পর্কেও দিকনির্দেশনা দেন। এর কিছুদিন পর, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়।
আওয়ামী লীগ প্রতি বছর ৭ মার্চ নানা কর্মসূচির মাধ্যমে উদযাপন করে। দলটি ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয়ভাবেও দিনটি পালন করা হতো।

তবে এবারের পরিস্থিতি ভিন্ন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর, আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানেই অবস্থান করছেন। দলটির অনেক শীর্ষ নেতা পালিয়ে রয়েছেন, আর অনেকে কারাগারে বন্দি আছেন।
এনএ/