ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের ২৫ বছরপূর্তি সিলভার জুবলী প্রোগ্রাম আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা ও কমিটি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর দুই দিনব্যাপি ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
গত ১০ মে শনিবার ময়মনসিংহ জিলা স্কুল প্রধান শিক্ষকের কার্যালয়ে এ ব্যাপারে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়। জিলা স্কুল ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় তারকা খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি আয়োজনের ব্যাপারে বর্তমান প্রধান শিক্ষকের সাথে দেখা করেন ও স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

একই সাথে সকলের উপস্থিতি তে সিলভার জুবলী প্রোগ্রামের আয়োজক কমিটি এবং সাব কমিটি ঘোষণা করা হয়। ব্যাচটির ২৫ বছরপূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠানের মূল আয়োজক কমিটি তে জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক জনাব মো: আব্দুস সালাম স্যার কে প্রধান উপদেষ্টা, সেই সাথে দেশবরেণ্য ক্রিকেটার ও ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও গর্ব মাহমুদউল্লাহ রিয়াদকে প্রেসিডেন্ট ও মো: হাবিব উল্লাহ বাবুকে জেনারেল সেক্রেটারি প্রস্তাব করে সংশ্লিষ্ট কমিটি গুলো ঘোষণা করা হয়। এ সময় ব্যাচটির প্রায় ৩০-৪০ জন প্রাক্তন ছাত্র ও আয়োজক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ঐতিহাসিক ময়মনসিংহ জিলা স্কুলের প্রাক্তন ছাত্ররা তাদের মেধা, দক্ষতা ও যোগ্যতার সাথে দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্বে রয়েছেন, যা জিলা স্কুলের গৌরব ও সম্মানের। ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য স্কুল ছেড়ে যাওয়ার ২৫ বছর পর সকল বন্ধুরা এবং পরিবারের সদস্যরা মিলে একত্রিত হয়ে স্কুল প্রাঙ্গণে স্মৃতিচারণ ও আনন্দঘন সময় কাটানো ও স্কুলের জন্যে কিছু চমৎকার পরিকল্পনা করা। আগামী ডিসেম্বর ২৫ ও ২৬ তারিখে খুবই জাক জমক পূর্ণ ভাবে আয়োজিত হতে যাচ্ছে এই অনুষ্ঠান যা শুধুমাত্র জিলা স্কুলেরই নয় সারা বাংলাদেশের স্কুল ভিত্তিক যে কোন রি-ইউনিয়ন কিংবা মিলনমেলাকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
আয়জকেরা জানান আগামী ১ জুন জিলা স্কুল অডিটোরিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে সিলভার জুবলী প্রোগ্রামের রেজিষ্ট্রেশন শুরু হবে একই সাথে অনলাইনে ও অফ লাইনে ৩১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে রেজিষ্ট্রেশন করা যাবে।
সিলভার জুবলী আয়োজনের মতবিনিময় ও আলোচনা সভায় উপস্থিত জিলা স্কুলের প্রধান শিক্ষক মো: আব্দুস সালাম। তিনি তার বক্তব্যে আয়োজক কমিটিকে স্কুলের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন।
আলোচনা ও প্রস্তুতি সভার এক পর্যায়ে ময়মনসিংহ জিলা স্কুল বর্তমান ক্রিকেট টিমের খেলোয়াড়েরা ফুল দিয়ে সংবর্ধনা জানান জাতীয় ক্রিকেট তারকা সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদউল্লাহ রিয়াদকে। পরে আলোচনা সভার শেষে স্কুলের প্রাক্তন ছাত্র ও গর্ব মাহমুদউল্লাহ রিয়াদ স্কুলের বর্তমান প্রায় কয়েকশো ছাত্র ও শিক্ষকদের সাথে ফটোসেশান করেন। এ সময় বর্তমান ছাত্ররা তাদের অগ্রজ মাহমুদউল্লাহ রিয়াদকে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যান। মিটিং চলাকালীন সময়েও বিশেষ অনুরোধে রিয়াদকে অনুজদের কয়েকশো খাতা ও ডায়রিতে অটোগ্রাফ প্রদান করতে দেখা যায়।
পড়ুন : ময়মনসিংহে প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন